মৃণাল কান্তির কোটি টাকার ফ্ল্যাট ও পূর্বাচলে প্লট পেয়েছে দুদক, বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
আওয়ামী লীগের নেতা সাবেক সংসদ সদস্য মৃণাল কান্তি দাস ও মেজর (অব.) সুবিদ আলী ভূঁইয়ার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। মৃণাল কান্তির নামে ধানমন্ডিতে একটি ফ্ল্যাট পাওয়া গেছে, যার দাম এক কোটি টাকা। আর পূর্বাচলে রয়েছে সাড়ে সাত কাঠার একটি প্লট। আর সুবিদ আলী ভূঁইয়ার বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।
দুর্নীতি দমন কমিমশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত আজ বৃহস্পতিবার এই দুই সাবেক সংসদ সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।
দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
0 Comments