আইপিএলে কেন নেই বাংলাদেশের কেউ
আইপিএলের মেগা নিলামে এবার নাম ছিল বাংলাদেশের ১২ ক্রিকেটারের; কিন্তু দল পাননি একজনও। বিসিবির পরিচালক নাজমূল আবেদীনের কাছে এটা টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ দলের বর্তমান পারফরম্যান্সেরই প্রতিচ্ছবি।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ সাংবাদিকদের বিকেএসপির সাবেক কোচ নাজমূল বলেছেন, ‘ব্যক্তিগতভাবে আমার দুঃখ হয়, আমি কিন্তু সরাসরিভাবেই আমাদের মানটাকে বিচার করি। পৃথিবীর মঞ্চে আমি যদি জায়গা পাই, তার মানে আমার অবস্থাটা ভালো। পৃথিবীর মঞ্চে আমি যদি জায়গা না পাই, তার মানে হচ্ছে আমার অবস্থাটা ভালো নয়।’
0 Comments