Header Ads Widget

ইজতেমা ময়দানে হতাহত ঘটনার প্রতিবাদে গোবিন্দগঞ্জে বিক্ষোভ

 ইজতেমা ময়দানে হতাহত ঘটনার প্রতিবাদে গোবিন্দগঞ্জে বিক্ষোভ


প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৪, ০৮:২৫ পিএম

ইজতেমা ময়দানে হতাহত ঘটনার প্রতিবাদে গোবিন্দগঞ্জে বিক্ষোভ

টঙ্গীর ইজতেমা ময়দানে গভীর রাতে সাদপন্থীদের অতর্কিত হামলায় নিহত ও আহতের ঘটনার প্রতিবাদে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে উলামা মাশায়েখ একরাম, দাওয়াতে তাবলিগের সর্বস্তরের সাথি ও তৌহিদী জনতার আহ্বানে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এসময় গোবিন্দগঞ্জ পৌর শহরের পশ্চিম চারমাথা মদিনা মারকাস মসজিদ থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা-রংপুর মহাসড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

পরে বিক্ষোভ মিছিল শেষে থানা চারমাথা মোড়ে মাওলানা মোশারফ হোসেনের সভাপতিত্বে এবং মাওলানা আকরাম হোসাইন রাজুর সঞ্চালনায় বক্তব্য দেন-মুফতি তৌহিদুল ইসলাম তুহিন, মুফতি আতাউর রহমান, হাফেজ আব্দুল মমিন, মাওলানা মীর খায়রুল ইসলাম, থানা মসজিদের ইমাম হাফেজ মুফতি এনামুল হাফিজসহ অনেকে।  

বক্তারা টঙ্গীর ইজতেমা ময়দানে অতর্কিত হামলায় নিহত ও আহতের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের উপযুক্ত বিচার দাবি করেন। সেই সঙ্গে বাংলাদেশে সাদপন্থীদের সকল কার্যক্রম আজীবনের জন্য নিষিদ্ধের দাবি জানান।

Post a Comment

0 Comments