৩১ ছক্কায় নতুন রেকর্ড, হেলসের সেঞ্চুরি, ১৮৬ রানের জুটি—সিলেটের ২০৫ রান হেলায় পরোল রংপুর
চার-ছক্কার উৎসব দিয়েই শুরু হলো বিপিএলের সিলেট পর্ব। সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স ম্যাচে বোলারদের কাঁদিয়ে রান উৎসব করেছেন ব্যাটসম্যানরা। যে ম্যাচে ২০৫ রান করেও জিততে পারেনি সিলেট। ২০৬ রানের লক্ষ্যটা রংপুর ৬ বল ও ৮ উইকেট হাতে রেখেই পেরিয়ে চার ম্যাচে চতুর্থ জয় পেয়েছে। বিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড এটি। সিলেটে হারল দুই ম্যাচেই।
অ্যালেক্স হেলসের ছক্কায় যখন শেষ হলো ম্যাচটি, ছক্কার নতুন রেকর্ড দেখে ফেলেছে বিপিএল। ম্যাচে এটি ছিল ৩১তম ছক্কা। বিপিএলে এক ম্যাচে এর আগে ২৯টির বেশি ছক্কা দেখেনি। ২৯ ছক্কার দুই ম্যাচের একটি আবার এবারের বিপিএলেরই। মিরপুরে উদ্বোধনী ম্যাচে ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর ব্যাটসম্যানরা মেরেছিলেন ২৯টি ছক্কা।
0 Comments