ইনিংসে তাইজুলের ১৩তম ৫ উইকেট
অফ স্টাম্পের বাইরে ভালো বল ছিল। পিচের ক্ষতে পড়ে বল স্কিড করেছে। কাট করার জন্য পেছনের পায়ে গিয়েছিলেন রিকেলটন। কিন্তু বল তাঁর ব্যাটের কানা নিয়ে চলে যায় উইকেটকিপারের কাছে। ইনিংসে আরেকবার ৫ উইকেট পেলেন তাইজুল, টেস্ট ক্যারিয়ারে যা ১৩তম।
0 Comments