প্রথম ওভারেই উইকেট পেল বাংলাদেশ
কী দারুণ এক ডেলিভারি! হাসান মাহমুদের ব্যাক অব লেংথের বলটি অফ স্টাম্পের সামান্য বাইরে পরে মুভ করে ভেতরে ঢোকে। মার্করাম বুঝতেই পারেননি। তাঁর ব্যাটের পাশ ঘেষে বলটি লাগে মিডল স্টাম্পের ঠিক ওপরে। ৯ রানে প্রথম উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা।
মিরপুরে দ্বিতীয় সর্বনিম্ন টেস্ট ইনিংস বাংলাদেশের ১০৬
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টেস্টে সর্বনিম্ন রানের ইনিংসটি বাংলাদেশেরই, ৮৭ রান। ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৮৭ রানে আউট হয়েছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজকের ১০৬ রান এখানকার দ্বিতীয় সর্বনিম্ন। টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে এটাই এই মাঠের সর্বনিম্ন রান।
বিদেশি দলগুলোর মধ্যে মিরপুরে সর্বনিম্ন রানের ইনিংসটি ওয়েস্ট ইন্ডিজের। ২০১৮ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় এবং নিজেদের প্রথম ইনিংসে তারা করেছিল ১১১ রান।
১০০ পেরিয়ে অলআউট বাংলাদেশ
বাংলাদেশের শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়ে ফিরলেন তাইজুল ইসলাম। কেশব মহারাজের ফুল লেংথের বলটি অফ স্টাম্পের বাইরে পড়েছিল, হয়তো পিচের কোনো ক্ষতে। বল পিচ করেই দ্রুত টার্ন নিয়ে ভেঙে দেয় তাইজুলের স্টাম্প। প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেছেন ওপেনার মাহমুদুল হাসান। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান এসেছে তাইজুলের ব্যাট থেকে। দক্ষিণ আফ্রিকার পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন মুল্ডার, রাবাদা ও মহারাজ। অন্য উইকেটটি ডেন পিটের।
0 Comments