ময়মনসিংহে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া
ময়মনসিংহের ফুলপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা থেকে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার বেলা তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত দেশি অস্ত্র নিয়ে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার কারণে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা ও শোভাযাত্রার আয়োজন করা হয়। ফুলপুর পৌর এলাকার শেরপুর রোড মোড় থেকে একটি মিছিল বের হয়ে মোড় হয়ে আমুয়াকান্দা মোড়ে গিয়ে শেষ হওয়ার কথা ছিল। মিছিলে নেতৃত্ব দেন ফুলপুর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ এনায়েতুর রহমান। তাঁর সঙ্গে উপজেলাটিতে বিএনপির বিভক্ত আরও কয়েকটি পক্ষও যুক্ত হয়। অপর দিকে জেলা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার পক্ষের নেতা-কর্মীরা আমুয়াকান্দা মোড় এলাকায় জড়ো হন। তাঁরাও ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ট্রাক ভর্তি করে টেঁটা, রামদাসহ দেশি সব অস্ত্র নিয়ে বিভিন্ন এলাকা থেকে বিএনপির লোকজন পৌর এলাকায় আসেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নীরব অবস্থানে ছিল। দুই পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে পাল্টাপাল্টি ধাওয়ায় লিপ্ত হলেও গুরুতর জখম হওয়ার খবর পাওয়া যায়নি।
উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ এনায়েতুর রহমান বলেন, ‘স্থানীয়ভাবে রাজনৈতিক মেরুকরণ রয়েছে। আমাদের গ্রুপের শান্তিপূর্ণ মিছিল নিয়ে যাওয়ার সময় খবর আসে, দেশি অস্ত্র নিয়ে আমুয়াকান্দা মোড় এলাকায় অপর পক্ষ অস্ত্র নিয়ে অবস্থান করছে। একই সঙ্গে মিছিলে ঢিল দেওয়াকে কেন্দ্র করে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ সময় দুই পক্ষের মধ্যেই পাল্টাপাল্টি ধাওয়া হয়। তবে কেউ আহত হননি।
’
তবে জেলা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার বলেন, ‘বহিষ্কৃত একটি গ্রুপ নিজেদের বহিষ্কারাদেশ প্রত্যাহার না করা পর্যন্ত ফুলপুরের মাটিতে তারেক রহমানের নামে স্লোগান দিয়ে কোনো প্রোগ্রাম করতে দিতে চাইছে না। কিন্তু আমরা সেখানে প্রোগ্রাম করতে যাই। প্রশাসনের নির্দেশনা মেনে আমরা মিছিল করি। আমাদের সঙ্গে কারও কোনো ঘটনা ঘটেনি।’
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হাদী বলেন, রাজনৈতিক কোন্দলের জেরে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ ও সেনাবাহিনী সতর্ক অবস্থানে ছিল। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি
উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ এনায়েতুর রহমান বলেন, ‘স্থানীয়ভাবে রাজনৈতিক মেরুকরণ রয়েছে। আমাদের গ্রুপের শান্তিপূর্ণ মিছিল নিয়ে যাওয়ার সময় খবর আসে, দেশি অস্ত্র নিয়ে আমুয়াকান্দা মোড় এলাকায় অপর পক্ষ অস্ত্র নিয়ে অবস্থান করছে। একই সঙ্গে মিছিলে ঢিল দেওয়াকে কেন্দ্র করে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ সময় দুই পক্ষের মধ্যেই পাল্টাপাল্টি ধাওয়া হয়। তবে কেউ আহত হননি।
’
তবে জেলা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার বলেন, ‘বহিষ্কৃত একটি গ্রুপ নিজেদের বহিষ্কারাদেশ প্রত্যাহার না করা পর্যন্ত ফুলপুরের মাটিতে তারেক রহমানের নামে স্লোগান দিয়ে কোনো প্রোগ্রাম করতে দিতে চাইছে না। কিন্তু আমরা সেখানে প্রোগ্রাম করতে যাই। প্রশাসনের নির্দেশনা মেনে আমরা মিছিল করি। আমাদের সঙ্গে কারও কোনো ঘটনা ঘটেনি।’
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হাদী বলেন, রাজনৈতিক কোন্দলের জেরে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ ও সেনাবাহিনী সতর্ক অবস্থানে ছিল। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি
0 Comments