Header Ads Widget

গুলশান থেকে বিমানবন্দর, আড়াই ঘণ্টার যাত্রা

 গুলশান থেকে বিমানবন্দর, আড়াই ঘণ্টার যাত্রা

বিশেষ প্রতিনিধি

ঢাকা

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ০২: ০৬


খালেদা জিয়াকে বিদায় জানাতে গুলশান থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কের পাশে ব্যানার–ফেস্টুন নিয়ে অবস্থান নেন বিএনপির নেতা–কর্মীরা। মঙ্গলবার রাতে 

খালেদা জিয়াকে বিদায় জানাতে গুলশান থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কের পাশে ব্যানার–ফেস্টুন নিয়ে অবস্থান নেন বিএনপির নেতা–কর্মীরা। মঙ্গলবার রাতেছবি: দীপু মালাকার

উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে দেশ ছেড়ে যাওয়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদায় জানাতে পথে পথে হাজার হাজার নেতা-কর্মী জড়ো হয়েছিলেন। গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাতে তাঁর আড়াই ঘণ্টা সময় লাগে।


খালেদা জিয়া গতকাল মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে গুলশানের বাসা থেকে ক্রিম রঙের একটি গাড়িতে করে রওনা দেন বিমানবন্দরের উদ্দেশে। রাত ১০টা ৫৫ মিনিটে তিনি বিমানবন্দরে পৌঁছান।




মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে গুলশানের বাসা থেকে গাড়িতে করে রওনা দেন খালেদা জিয়া।ছবি: দীপু মালাকার

গুলশান থেকে বিমানবন্দর সড়কের যাত্রাপথে হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থকেরা ব্যানার-ফেস্টুন নিয়ে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগানে নেত্রীকে বিদায় জানান।


প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত আটটার কিছুক্ষণ পর খালেদা জিয়া ‘ফিরোজা’র দ্বিতীয় তলা থেকে নিচে নামেন। পরিবারের সদস্যরা একটি হুইলচেয়ারে বসিয়ে ধরে তাঁকে নিচে নামান। এ সময় সেখানে উপস্থিত নেতারা দাঁড়িয়ে খালেদা জিয়ার সঙ্গে সালাম বিনিময় করেন।


আরও পড়ুন

লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন খালেদা জিয়া


খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যাঁরা যাচ্ছেন


Post a Comment

0 Comments