Header Ads Widget

মানুষ যুদ্ধে নামলে গুলি খাইতে হয়’—চোটের ভয় নিয়ে নাহিদ রানা

 মানুষ যুদ্ধে নামলে গুলি খাইতে হয়’—চোটের ভয় নিয়ে নাহিদ রানা


আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫

রংপুর রাইডার্সের ফাস্ট বোলার নাহিদ রানা

পূর্বসূরিদের দিকে তাকালে একটু কি শঙ্কিত হন নাহিদ রানা? বয়সটা যদিও শঙ্কিত হওয়ার নয়, মাত্র ২২ বছর। শুধুই সামনে তাকানোর সময় বলতে পারেন। এই বয়সে তারকাখ্যাতি পেয়ে যাচ্ছেন, বল হাতে তাঁর গতির ঝড় রোমাঞ্চিত করছে ক্রিকেটপ্রেমীদের। শঙ্কাটাও এখানেই, কোনো দিন না আবার গতিটাই বুমেরাং হয়ে ফিরে আসে তাঁর দিকে!  


বিশ্ব ক্রিকেটে এ রকম পেসার খুব কমই আছেন, যাঁদের চোট–আঘাতে পড়তে হয়নি। চোটে অনেকের ক্যারিয়ার শেষ হয়ে গেছে, কেউ ছন্দ হারিয়েছেন, কেউ আবার সুস্থ শরীরে খেলা চালিয়ে যেতে নিজ বোলিংয়ের অনেক অলংকার ঝেড়ে ফেলেছেন।


বেশি দূরে দৃষ্টি ফেলার দরকার নেই। রানা যদি বাংলাদেশের ক্রিকেটের দিকেই তাকান...মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, শরীফুল ইসলামের নামগুলো সামনে আসবে।


প্রত্যেকেরই আবির্ভাব গতির ঝড় তুলে এবং প্রত্যেককেই হোঁচট খেতে হয়েছে চোট–আঘাতের গর্তে। তাসকিন–ইবাদতের লম্বা সময় মাঠের বাইরে থাকার অভিজ্ঞতা হয়েছে। দুই হাঁটুতে সাতবার অস্ত্রোপচারের ধকলে মাশরাফির টেস্ট ক্যারিয়ার তো অকালেই শেষ হয়ে গেল!


চোটের কারণে তাসকিন ও ইবাদতকে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হয়েছে 

চোটের কারণে তাসকিন ও ইবাদতকে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হয়েছেছবি: ফেসবুক

২০২২–২৩ মৌসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক রানার। গত বছরের মার্চে টেস্ট অভিষেক। তার মানে জাতীয় দলে আসার এখনো এক বছরও পুরো হয়নি। ৬ টেস্ট আর ৩ ওয়ানডের ক্যারিয়ার মাত্র। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতেও অবশ্য তাঁকে নামিয়ে দেখার ইচ্ছা আছে কোচ ফিল সিমন্সের। তবে এখন পর্যন্ত রানার টি–টোয়েন্টি বলতে বিপিএল।



আরও পড়ুন

নাহিদ রানাকে ওয়ালশের পরামর্শ, ফিটনেস ধরে রাখো

নাহিদ রানায় চোখ পড়েছে শন টেইটের


বিপিএল ২০২৫ নিয়ে আরও পড়ুন

বিপিএলে একাদশে সুযোগ না পাওয়া নিয়ে যা বললেন রিশাদ


মায়ার্স-হৃদয়ের জুটিতে বরিশালের কাছে পাত্তাই পেল না সিলেট


Post a Comment

0 Comments