জুলাইয়ের ঘোষণাপত্রের’ পক্ষে ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫
‘জুলাইয়ের ঘোষণাপত্রের’ পক্ষে জনসংযোগ ও লিফলেট বিতরণ করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতা-কর্মীরা। রাজধানী ধানমন্ডির রবীন্দ্রসরোবর এলাকায়, ৯ জানুয়ারি ২০২৫
‘জুলাইয়ের ঘোষণাপত্রের’ পক্ষে জনসংযোগ ও লিফলেট বিতরণ করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতা-কর্মীরা। রাজধানী ধানমন্ডির রবীন্দ্রসরোবর এলাকায়, ৯ জানুয়ারি ২০২৫ছবি: সংগৃহীত
‘জুলাইয়ের ঘোষণাপত্রের’ পক্ষে বৃহস্পতিবারও রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে জনসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতা-কর্মীরা। ঘোষণা অনুযায়ী ১৪ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন জেলায় এ কর্মসূচি চলবে।
বৃহস্পতিবার রাজধানী ঢাকায় লিফলেট বিতরণ ও জনসংযোগ হয়েছে ধানমন্ডি, রমনা, পল্টন, মতিঝিল, শাহবাগ ও কামরাঙ্গীরচর এলাকায়। ঢাকার বাইরে বরিশাল, চট্টগ্রাম, টাঙ্গাইল, পঞ্চগড়, রংপুরসহ কয়েকটি জেলায়ও আজ লিফলেট বিতরণ ও জনসংযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতা-কর্মীরা।
ঢাকার ধানমন্ডিতে জনসংযোগ ও লিফলেট বিতরণের কর্মসূচি শুরু হয় আজ বেলা তিনটায়। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখপাত্র সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, তাসনিম জারাসহ সংগঠনের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা এতে অংশ নেন।
ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে থেকে পান্থপথ মোড় এবং রবীন্দ্রসরোবর এলাকায় তাঁরা জনসংযোগ ও লিফলেট বিতরণ করেন। প্রায় একই সময়ে রমনা, পল্টন, মতিঝিল, শাহবাগ ও কামরাঙ্গীরচরেও লিফলেট বিতরণ করা হয়েছে।
ঢাকার বাইরে চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় বিকেলে লিফলেট বিতরণ ও জনসংযোগ করেন জাতীয় নাগরিক কমিটির নেতা-কর্মীরা। সেখানে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান আলী, সংগঠক সাগুফতা বুশরা মিশমা, জোবাইরুল হাসান আরিফ প্রমুখ উপস্থিত ছিলেন।
বরিশালের টাউন হল এলাকায় জনসংযোগে নেতৃত্ব দেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ও যুগ্ম সদস্যসচিব মাহমুদা আলম মিতু। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতা-কর্মীরা জনসংযোগে যোগ দেন।
0 Comments