সরকারের অনেকেই সংকট সমাধানের চেয়ে ছবি নামাতে ব্যস্ত: মুজাহিদুল ইসলাম সেলিম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১৯: ১১
সিপিবির সমাবেশে বোমা হামলার ২৪তম বার্ষিকী উপলক্ষে নির্মিত অস্থায়ী বেদিতে পুষ্পস্তবক অর্পণ। রাজধানীর পল্টনে অবস্থিত সিপিবির কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনের সামনে। ২০ জানুয়ারি ২০২৫
জনজীবনের সংকট দূর করতে মনোযোগ দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি বলেছেন, সব কাজ করার দায়িত্ব এই সরকারের নয়। বরং নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করাই সরকারের অন্যতম দায়িত্ব।
সেলিম বলেছেন, ‘আমরা দেখতে পাচ্ছি এই সরকারের অনেকেই ছবি নামাতে, বিশেষ ঘোষণায় তৈরিতে যত ব্যস্ত, জনজীবনের সংকট সমাধানে তারা ততটা ব্যস্ত নয়।’
রাজধানীর পল্টন ময়দানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সমাবেশে বোমা হামলার ২৪তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক শ্রদ্ধা নিবেদন ও সমাবেশে সেলিম এসব কথা বলেছেন। আজ সোমবার সকাল ৯টায় পল্টনে অবস্থিত সিপিবির কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনের সামনে বোমা হামলায় শহীদদের স্মরণে নির্মিত অস্থায়ী বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।
২০০১ সালের ২০ জানুয়ারি সিপিবির সমাবেশে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছিলেন। হামলায় খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার সিপিবি নেতা হিমাংশু মণ্ডল, সিপিবির খুলনা জেলার রূপসা উপজেলার নেতা ও দাদা ম্যাচ ফ্যাক্টরির শ্রমিকনেতা আবদুল মজিদ, ঢাকার ডেমরা থানার লতিফ বাওয়ানি জুট মিলের শ্রমিকনেতা আবুল হাসেম এবং মাদারীপুরের মোক্তার হোসেন ঘটনাস্থলেই নিহত হন। খুলনা বিএল কলেজের ছাত্র ইউনিয়নের নেতা বিপ্রদাস রায় আহত হয়ে ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ২ ফেব্রুয়ারি মারা যান। বোমা হামলায় শতাধিক ব্যক্তি আহত হন।
0 Comments