ট্রাম্প কী ১০০ দিনের মধ্যেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করবেন?
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১০:৩৯ পিএম
যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন সোমবার শপথ নেওয়ার পরপরই কাজ শুরু করার পরিকল্পনা করেছেন। তাদের কার্যতালিকায় অগ্রাধিকার ভিত্তিতে রয়েছে ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানো।
১০০ দিনের লক্ষ্য
ট্রাম্পের বিশেষ দূত অবসরপ্রাপ্ত মার্কিন জেনারেল কিথ কেলোগ গত ৮ জানুয়ারি ফক্স নিউজকে বলেছেন, ‘ব্যক্তিগত এবং পেশাগত স্তরে আমি লক্ষ্য স্থির করতে চাই, বলছি ১০০ দিনের কথা’।
যদিও এটি একটি আশাবাদী সময়সীমা, যা আসন্ন ফেব্রুয়ারিতে তিন বছরে পা দিতে চলা এই যুদ্ধের জন্য যথেষ্ট সংক্ষিপ্ত।
ট্রাম্প এর আগেও ২০২৩ সালের মে মাসে একবার বলেছিলেন, তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই যুদ্ধ শেষ করবেন। পরে ৭ জানুয়ারি ফ্লোরিডার মার-এ-লাগো এস্টেটে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এটি একটি ‘কঠিন আলোচনা’ হবে।
0 Comments